১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে সেলুন দোকানী আটক

✒️ মহানগর ডেস্ক
কুমিল্লার চান্দিনায় সাত বছর বয়সী শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে লক্ষণ চন্দ্র শীল (৩৮) নামে এক নরসুন্দরকে (নাপিত) আটক করেছে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার (২ জুলাই) সকালে চান্দিনা থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন শিশুটির পিতা ইব্রাহীম খলিল। বৃহস্পতিবার রাতে তাকে আটক করার পর শুক্রবার বিকেলে বিজ্ঞ আদালতে পাঠায় চান্দিনা থানা পুলিশ।

আটক লক্ষণ চন্দ্র শীল মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের গোবিন্দ শীলের ছেলে। সে স্থানীয় মুরাদপুর বাজারে সেলুন দোকানে নরসুন্দরের কাজ করে আসছিল।

ভূক্তভোগী শিশুর পিতা ইব্রাহীম খলিল জানান- গত ৩০ জুন সকালে মেয়েকে ওষুধ আনতে স্থানীয় মুরাদপুর বাজারে পাঠায় তার মা। এসময় ওই সময় লক্ষণ চন্দ্র শীল তার দোকানে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। পরদিন মেয়ে তার মাকে ঘটনা জানালে আমরা চান্দিনা থানা পুলিশকে জানাই।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- বৃহস্পতিবার রাতে ভিকটিমের পরিবার বিষয়টি আমাদেরকে জানানোর পর রাতেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করি। এ ঘটনায় ধর্ষণ চেষ্টায় মামলা গ্রহণ করা হয়েছে। আটক আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!