৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেলজিয়ামকে হতাশায় ডুবিয়ে সেমিতে ইতালি

✒️স্পোর্টস ডেস্ক
ফিফা র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ দল বেলজিয়ামকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে ইতালি। এর মধ্য দিয়ে দীর্ঘ নয় বছর পর টুর্নামেন্টটির শেষ চারে উঠলো দলটি।

শুক্রবার (২ জুলাই) দিবাগত রাতে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ইউরোর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হতাশায় ডুবিয়ে শিরোপার দিকে আরও একধাপ এগিয়ে গেলো রবার্তো মানচিনির শিষ্যরা।এর আগে সবশেষ ২০১২ সালে সেমিফাইনালে উঠেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেবার ফাইনালও খেলে, কিন্তু স্পেনের কাছে হেরে রানার্সআপ হতে হয়েছে। এবার সেই দলটির সঙ্গে সেমিফাইনালেই মুখোমুখি হতে হবে তাদের। আগামী শুক্রবার যুক্তরাজ্যের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লক্ষ্যে উভয় দল মাঠে নামবে।এদিন, আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ১৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় ইতালি। অবশ্য রেফারি অফসাইডের সিগন্যাল দেওয়ায় সেটি বাতিল হয়ে যায়। পরে ৩১ মিনিটে স্কোর করে তারা। ডান পায়ের শটে গোল আদায় করে নেন নিকোলো বারেলা। ৪৪ মিনিটের মাথায় লরেঞ্জে ইনসিগনির গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত যোগ করা সময়ে একটি গোল শোধ করে বেলজিয়াম। ইতালির জিওভানি ডি লরেঞ্জো বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেটি থেকে গোল আদায় করেন রোমেলু লুকাকু।

বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে উঠে বেলজিয়াম। কিন্তু একের পর এক আক্রমণ ও দারুণ সুযোগ তৈরি করেও স্কোর বাড়াতে ব্যর্থ হয় তারা। ইতালিও কিছুটা রক্ষণাত্মক পন্থায় চলে যায়। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলেই ম্যাচ শেষ হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!