দেশে পৌঁছেছে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা
✒️নিউজ ডেস্ক
দেশে পৌঁছেছে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা
টিকা বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
চীনের সিনোফার্ম থেকে কেনা ২০ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় এসে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ৩৪ মিনিটে সিনোফার্মের টিকা বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন ১০ লাখ ডোজ টিকা এসেছে। কাল (শনিবার) সকালে আরেকটি ফ্লাইটে আরও দশ লাখ ডোজ টিকা আসবে।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন টিকা বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
চীন সরকার এর আগে দুই দফায় সিনোফার্মের তৈরি ১১ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশকে পাঠিয়েছিল। সেই টিকা দিয়ে বৃহস্পতিবার সারাদেশে জেলা পর্যায়ে আবারও গণ টিকাদান শুরু হয়েছে।