নাজনীন আক্তার’র কবিতা ✒️-“ও গো নিরুপমা”
“ও গো নিরুপমা”
-নাজনীন আক্তার
ও গো নিরুপমা কে গো তুমি
শেষ বিকেলের আলোয়ে
ঐ মায়াবী তৃষ্ণায় আঁখি মেলে
তপ্ত মরুর তৃষ্ণায়
ছলছল জল তরঙ্গে তাকিয়ে
নিঃশব্দে ধূম্রজালে
ভাবছো কি গো ও তুমি
দোসর রাতে কবিতার উঠোনে।
সে চোখে চোখ পড়লে পড়ে
বিচরণ নিঃশ্বাসে
যায়না সরানো আমার ও চোখ
প্রভাতের নির্মলে
মনে হয় ফ্রেমে বন্দী
হ’য়ে যাই হু হু ক্রন্দনে
কাজল কালো ও আঁখি
দুটিতে আধুনিক প্রেম যেন।
দুষ্ট চঞ্চল মায়া ভরা
মুখটা দেখলে দর্পণে
কেঁপে উঠে ঐ অন্তর্যামী
তোমার নীলাস্রর নীল ঢেউ-এ
বলো কি ছোঁয়া দিয়ে যা-ও
নিরবধি স্পন্দন হারা
চলো যাই আমরা সুন্দর
ঝর্ণার তালে ঝিরিঝিরি ছন্দে।
বলো ও গো নিরুপমা
কার ছবি আঁকো বুকে
হৃদয়ে সংশয়ে আদিত্য
আদলে পাইনি খুঁজে
মিটিমিটি জ্বলছে প্রদীপ
সোনালী আলোয়ে
যা দেখলে পরাজিত হয়
সুদীপ্ত পুরুষ প্রণয়ে।
একটি বার যদি বলতে তুমি
অনুভূতির খোলা জানালায়
ভালোবেসে উজার করে
আসবে কাছে রুদ্র আলোয়ে
সব দ্বিধাদ্বন্দ্বতা দূরে ফেলে
ক্লান্ত শান্ত হয়ে তাকিয়ে
অনুভবে ছুঁয়ে নিবো
নিবিড় বাঁধন টুটে।
এলোমেলো চুলে গুলো উড়ে
বাসন্তিকায় স্বচ্ছ কল্পনা
দৃষ্টি কেঁড়ে নিতে হয় সে
ব্যকুল সুমিষ্ট প্রেমো সুধা
জ্বলন্ত ইচ্ছে গুলো আজ
শুধুই নির্ভীক অদ্ভুত মূর্ছনায়
তা-ই লাবন্য ধারায় তার আবেগি
হৃদয় দোলে কুয়াশার
আলিঙ্গনে কাঙ্খিত সুখে।
১/৭/২০২১ইং
রাত, ১২ঃ২০ মিনিট।
গেন্ডারিয়া, ঢাকা।
্