২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা নাঙ্গলকোটে সংঘর্ষের ঘটনায় সাড়ে ৪ শ’ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার লাঙ্গলকোটে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

মামলায় ৫০ জনের নাম উল্লেখ এবং ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বুধবার রাতে নাঙ্গলকোট থানার এসআই সাধন চন্দ্র বাদী হয়ে মামলাটি করেন।

নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার এএসআই দেলওয়ার হোসেন জানান, গতকাল সংঘর্ষের ঘটনায় আমাদের পুলিশ কর্মকর্তারাসহ অন্তত অর্ধশতাধিক সাধারণ মানুষ আহত হয়েছেন।

এ ছাড়াও গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেখানে যারা সংঘর্ষ করেছিল তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। মামলায় এজাহারনামীয় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও বাকিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত বুধবার সকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন পুলিশসহ কমপক্ষে ৩০ জন।

এর মধ্যে ৭ পুলিশ সদস্য আহত হবার কথা নিশ্চিত করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। অন্যান্যরা বিএনপি ও আওয়ামীলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

এছাড়া পুলিশের ছোড়া টিয়ারশেলের ধোঁয়ায় এআর হাই স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরো দেখুন
error: Content is protected !!