৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা লালমাইয়ে চিপসের লোভ দেখিয়ে বাক প্রতিবন্ধী তরুণীকে গনধর্ষন: আটক ১

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার লালমাইয়ে চিপস কিনে দিয়ে একজন বাকপ্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ জাহাঙ্গীর (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে।

উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার জাহাঙ্গীর উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের মৃত আরব আলীর ছেলে।

ভুক্তভোগী তরুণীকে মেডিক্যাল চেকআপের জন্য শনিবার (৮ মার্চ) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। 

প্রতিবন্ধীর স্বজনরা জানান, ওই তরুণী শারীরিক ও বাকপ্রতিবন্ধী। প্রতিদিন সকালে বাড়ির পাশের রাস্তায় হাঁটাহাঁটি করে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হলে জাহাঙ্গীর তাকে সড়কের পাশে থাকা একটি দোকান থেকে চিপস কিনে দেয়। একপর্যায়ে কৌশলে তাকে পাশের নির্মাণাধীন একটি ভবনের শ্রমিকদের রুমে নিয়ে যায়।

ওসি মো. শাহ আলম বলেন, ‘প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তার বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দুজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় এক নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী তরুণীকে মেডিক্যাল চেকআপের জন্য শনিবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।’

আরো দেখুন
error: Content is protected !!