১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা-৭ (চান্দিনা) উপ-নির্বাচন ৩ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ

মহানগর ডেস্ক।।
মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। কুমিল্লা-৭ চান্দিনা সংসদীয় আসনের উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

মঙ্গলবার বিকেল ৩ টার দিকে চার প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।

বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টি কেন্দ্রীয় সহ-সভাপতি মো. লুৎফুর রেজা খোকন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রার্থী মনিরুল ইসলাম।

এদিকে নিয়মানুযায়ী এক শতাংশ ভোটার সমর্থনের কাগজ জমা দিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি নিয়মানুয়ায়ী নির্ধারিত একটি সরকারি ফি জমা না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী মাও. সালেহ সিদ্দিকী’র মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

বিষয়টি নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার জানান, স্বতন্ত্র প্রার্থী মাও. সালেহ সিদ্দিকী’র মনোনয়ন বাতিল করা হয়েছে। বাকিদের মনোনয়ন বৈধ।

৩০ জুলাই এই আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরো দেখুন
error: Content is protected !!