২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গত ২৪ ঘন্টায় করোনায় কুমিল্লায় ৩ জনের মৃত্যু, সনাক্ত আরো ৬২

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৬২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১১,২২২ জন। এদিনে জেলায় নতুন মৃত্যু হয়েছে ৩ জনের।

এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু সংখ্যা ৩৪১। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ২, উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা:

লাকসাম- ১ (পুরুষ, ৭৫ বছর)
চৌদ্দগ্রাম- ১ (পুরুষ, ৬৭ বছর)
দেবিদ্বার- ১ (মহিলা, ৭৫ বছর)

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি কর্পোরেশন- ২৭, আদর্শ সদর- ৪, বুড়িচং- ৪, ব্রাহ্মণপাড়া- ১, চান্দিনা- ২, চৌদ্দগ্রাম- ৫, লাকসাম- ৪, বরুড়া- ৩, নাঙ্গলকোট- ৪, দেবিদ্বার- ১, দাউদকান্দি- ২, হোমনা- ২, তিতাস- ২, লালমাই- ১,

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, শনিবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১১,২২২জন। সর্বমোট মৃত্যুবরন করেছেন ৩৪১ জন। নতুন ৮ জনসহ মোট ৯০৯৭ জন সুস্থ্য হয়েছেন।

কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ৬৩,৩৫৩ জনের ও রিপোর্ট পাওয়া গেছে ৬২,৯৫১ জনের। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা:আজকের রিপোর্ট প্রাপ্তি: ১৮, এদের মধ্যে নতুন সনাক্ত: ১ জন।

আরো দেখুন
error: Content is protected !!