গোমতী নদী রক্ষার্থে কুমিল্লা জেলা প্রশাসনের অভিযান, ট্রাক জব্দ ও জরিমানা আদায়
নিজস্ব প্রতিনিধি
এবার শুরু হয়েছে গোমতী রক্ষার সর্বশেষ অভিযান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ,এইচ,এম ফখরুল হোসাইন এর নেতৃত্বে গোমতী নদীর আমতলী এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ট্রাক্টরের সাহায্যে মাটি কাটার সময় একটি ট্রাক্টর আটক হয়। মালিক মোঃ শাহাজান পালিয়ে গেলেও জব্দ করা হয় ট্রাক্টরটি।
এছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান রাসেল এর অভিযানে ১টি ট্রাক্টরকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, এখন থেকে জব্দকৃত সকল যানবাহন রাষ্ট্রের অনূকূলে বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করা হবে।
অভিযানে সহযোগিতায় ছিলেন আনসার বাহিনী ও কুমিল্লা জেলা পুলিশের একটি দল।