২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে মহাসড়কে আটক ১৯ বাস

মহাসড়কের বারো আউলিয়া থানার সামনে চেকপোস্ট বসিয়ে বাসগুলো আটক করে পুলিশ।

লকডাউনের নির্দেশনা অমান্য করে আন্তজেলায় যাত্রী পরিবহন করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৯টি বাস আটক করেছে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারো আউলিয়া হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে সোমবার রাতে এই বাসগুলো আটক করা হয়।

চট্টগ্রাম থেকে ছেড়ে বাসগুলো বিভিন্ন জেলায় যাচ্ছিল বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘রাতে সরকারি নির্দেশনা অমান্য করে দূরপাল্লার গণপরিবহন চলাচলের খবর পাই আমরা। তাই সোমবার রাতে থানার সামনে চেকপোস্ট বসিয়ে যান চলাচল পর্যবেক্ষণ করি।

‘এ সময় চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে আসা বিভিন্ন পরিবহনের ১৯টি বাস আমরা আটক করি। যাত্রীদের নামিয়ে দিয়ে সেগুলো থানায় নিয়ে আসা হয়৷ এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি আমরা। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।’

লকডাউনে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকলেও ৬ মে থেকে জেলার ভেতর গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। কিন্তু বন্ধ রাখা হয় আন্তজেলা গণপরিবহন।

সে নির্দেশনা না মেনে অনেক মহাসড়কেই রাতে বাস চলাচলের খবর আসে অন্যান্য গণমাধ্যমে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর হতে সিদ্ধান্ত নেয় বলে জানান ওসি নজরুল।

আরো দেখুন
error: Content is protected !!