২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জুবায়ের জুবিলীর কবিতা -“এখানে জীবন”

এখানে জীবন
==========
জুবায়ের জুবিলী

প্রতিদিন ঘুম জাগি..
শুরু হয় সংগ্রাম,
টিমটিম গ্যাস.. রান্নার যুদ্ধ-
অতি কষ্ট তার,
খাবার প্যাক করে গৃহকর্ত্রী,
নিজেকে গুছাতে হুড়োহুড়ি,
কোথাও তাকানোর ফুরসত নেই,
বসন পড়ে দে দৌড়,
হাঁটি…হাঁটি…
তারপর বাসে চাপি…
পৌছাতে কর্মস্থল,
এখানে জীবন বড্ড কঠিন।

পাশের ডেস্কের তাদের খুবই জানি,
চেয়ার-টেবিল, কম্পিউটার স্ক্রিণ,
ব্যাকগ্রাউন্ড মুখস্ত আমার,
এমন কি হাড়ির খবর-
তারাও জানে আমার,
বাচ্চার আবদার,
মায়ের অসুস্থতা,
স্ত্রী কিংবা স্বামীর খবর,
মাস ফুরানোর আগেই টাকা শেষ,
তারপর ধারদেনা।

কাজ.. কাজ.. কাজ,
কাজের চাপ…
প্রতিটা মূহুর্ত টেনশন প্রতিদিন,
এভাবে –
ব্যাস্ত সপ্তাহের পরিসমাপ্তি,
তবু শান্তি নেই কারো অন্তর্দেশে.
আমাদের মনে-
অনেক কিছু ঘুরে,
আমরা কি তাঁদের মন যুগিয়েছি?
কারন.. পর্দার অন্তরালে-
অনেক কিছু চলে।

আরো দেখুন
error: Content is protected !!