ধানক্ষেতে এসে জালে ধরা ১৫কেজি অজগর
👁️মহানগর অনলাইন ডেস্ক ✒️
কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজে অজগর সাপটি সমতল ভূমিতে চলে এসেছিল। পরীক্ষা-নিরীক্ষার পর সব ঠিক থাকলে সাপটিকে রাজেশপুর ইকো পার্কে অবমুক্ত করা হবে।
কুমিল্লার চৌদ্দগ্রামে ধানক্ষেতের বীজতলায় জালে আটকে পড়া অবস্থায় একটি অজগর সাপ উদ্ধার করেছেন স্থানীয়রা।
উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাপটিকে উদ্ধার করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তারা শুক্রবার সকালে সাপটিকে কার্যালয়ে নিয়ে আসেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর গ্রামের যুবক তানজীদ হোসেন রিমন বলেন, ‘রাইতে আমার চাচতো ভাই মোবাইলে মেসেজ দেয় একটা অজগর হাপ জালে পেচাইয়া রইছে। আমি দৌড়াইয়া গিয়া জাল কাইট্ট্যা অজগরটারে বস্তায় কইরা বাড়িত লইয়া আই। আমরা বন বিভাগ আর থানায় জানাইছি।’
ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এ বিষয়ে বন বিভাগকে জানিয়েছি।’
কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, ১৫ কেজি ওজনের অজগর সাপটি লম্বায় প্রায় ১৫ ফুট। পরীক্ষা-নিরীক্ষার পর সব ঠিক থাকলে সাপটিকে রাজেশপুর ইকো পার্কে অবমুক্ত করা হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী বন ও টিলা রয়েছে। ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজে অজগর সাপটি সমতল ভূমিতে চলে এসেছিল।