১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন সেনাপ্রধানের দায়িত্বভার গ্রহণ

✒️অনলাইন ডেস্ক
নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

এর আগে আজ সকালেই তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জেনারেলের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। গত ১০ জুন বৃহস্পতিবার লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

গাছের চারা রোপন করছেন নতুন সেনাপ্রধান

আরো দেখুন
error: Content is protected !!