[gtranslate]
১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নদী মাতৃক কুমিল্লা শহর! টানা বৃষ্টিতে ভোগান্তি

✒️ মহানগর ডেস্ক
পুরো কুমিল্লা শহর যেন একটা নদী!!!
নগরীর বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে।

কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল হোসেন ভূইয়া বলেন, বুধবার ৬টা রাত ৯টা পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে। এ সময়ে ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। বৃষ্টি এখনো চলমান।

কুমিল্লায় কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর নিচু এলাকা। এতে পানি ঢুকে পড়েছে বাসাবাড়িতে। রাস্তঘাট তলিয়ে যাওয়া গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির শিকার হয়েছেন স্থানীয়রা।বাগিচাগাঁও এর নাসিম ইউসুফ রেইন বলেন নিজেদের বাসস্থান এবং ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে। দুই ভাই দুই দিকে মালামাল রক্ষা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দোয়া প্রার্থী

ফায়ার সার্ভিস সংলগ্ন গৌতম দাস বলেন
আমার ভূবন পানিতে ভরা 😥😓
তারিক হোসেন বাদল বলেন আমরা রেসকোর্স বাসী অনেকে আপনার মত এরকম বেহাল দশার ভিতরে আছি। আমাদের জন্য দোয়া করবেন। আর এসবের পিছনে হলো অপরিকল্পিত উন্নয়নের জোয়ার, এই জোয়ারের ফল আমরা পেতে যাচ্ছি এবং পাচ্ছি, ভবিষ্যৎ আরো খারাপ হবে।

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডের একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন নিজামউদ্দিন রুহিন। তিনি বলেন, ‘সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে দেখি রাস্তায় হাঁটু পানি। কোথাও কোথাও কোমর সমান।’

কালিয়াজুড়ি এলাকার বাসিন্দা তপু বলেন, ‘অতিরিক্ত বৃষ্টিতে আমার বাসাবাড়িতে পানি ঢুকেছে।’

কান্দিরপাড় এলাকার ব্যবসায়ী নুরুল হক বলেন, টানা তিন চার ঘণ্টা ধরে বজ্রপাত ও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়কে পানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘আমরা ড্রেনেজের কাজ করেছি। এখনও কাজ চলমান আছে। আশাকরি ভোগান্তি বাড়বে না।’

আরো দেখুন
error: Content is protected !!