২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নাজনীন আক্তার এর কবিতা “বহুরূপী ছন্দে”

বহুরূপী ছন্দে

নাজনীন আক্তার

যত কিছুই বলি না কেন;
এতটুকু ভয় নেই হারাবার
সৃজনশীল এ প্রেমে।
একদিন ঠিকই চলে যাবো
তীব্র স্রোতে ভেসে
দু’চোখের করিডোর পেরিয়ে

পাবে না কোন খোঁজ
সেদিনে সহস্র অভিমানে
হয়তো-বা আবার খুঁজে
বেড়াবে অন্য কোন

জানি, তারি মাঝে জন্ম নিবে
নতুন এক নিমগ্ন মেঘের সঞ্চিত
ভালোবাসা অবিরাম
কাঁদবে সেদিন অদূরে
অতৃপ্ত আত্মা নিশীথ রোদনে।

সন্ধ্যায় ফোটে ডালে ডালে
হরেক রকম সন্ধ্যামালতি
উড়ে সেখানে কত নাম নাজানা অলি
খোঁজে নেয় তাঁরা পরচর্চা করে
তাঁদের কাঙ্খিত সুখের ভেলা
সঞ্চিত মুখর অলি
সঙ্গ দেয় মালতির ডালে।

চারিপাশে ঘিরে থাকে
অমাবশ্যা অন্ধকারে
প্লাবিত হয় মনোভূমি বহুরূপী ছন্দে।
অমসৃণ পথে হাঁটি দৃষ্টিহীন মধ্য রাতে
অপরিণত উন্মাদনার স্পর্শে নয়
গভীর এক নিঃশ্বাসে খুঁজে নিয়েও
আমাদের হারিয়ে যাওয়া অতীত স্মৃতি।

রুগ্ন নেশাতুর প্রেমের সান্ত্বনা নয়
সুবর্ণ সুরক্ষায় রেখেই শব্দহীন অনুভূতি গুলো
গলা টিপে হত্যা কর রুদ্ধশ্বাসে
অযাচিত অশোভন মৃত্যু হয় শব্দহীন প্রেম।

১/৬/২০২১ইং
সন্ধ্যা, ৮ঃ৩০ মিনিট।
গেন্ডারিয়া, ঢাকা।

আরো দেখুন
error: Content is protected !!