২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৩

অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় বাসে ট্রেনের ধাক্কায় আহত এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন ৮ জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের আনার পর রাত সোয়া ৮টার দিকে ওই ছেলে শিশুটির মৃত্যু হয়। তার বয়স আনুমানিক আট বছর।

ঢাকা মেডিকেলের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় শিশুটির পা কাটা পড়েছিল।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রোববার সন্ধ্যায় ঢাকা থেকে যাওয়া ট্রেনটি নারায়ণগঞ্জের রেলস্টেশনের ১ নম্বর গেটে পৌঁছালে রেললাইনে আটকে থাকা বাসকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ পরিবহনের একটি বাস রেললাইন পার হতে গিয়ে আটকা পড়ে। ঠিক সে সময়ই ট্রেনটি এসে এটিকে ধাক্কা দেয়।

তাদের অভিযোগ, গেটম্যান ঠিক সময়ে লেভেল ক্রসিংয়ের গেট নামাননি। ট্রেন থামানোর চেষ্টা না করে তিনি বাসটিকে সরানোর চেষ্টা করছিলেন। এ কারণে দুর্ঘটনা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, সামনের দিকে যানজট ছিল বলে বাসটি রেললাইনে উঠে আর এগোতে পারেনি। সে সময় ট্রেন এটিকে ধাক্কা দিয়ে প্রায় ১০-১৫ গজ পর্যন্ত টেনে নিয়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় শিশুসহ ৯ জন আহত হয়েছেন। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) সাবিনা ইয়াসমিন জানান, ওই ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরো দেখুন
error: Content is protected !!