৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজের ঘরে হোমিও চিকিৎসকের হাত-পা বাঁধা লাশ

নিউজ ডেস্ক।।
বরিশাল নগরীর চহঠা এলাকার নিজ বাসা থেকে হোমিও চিকিৎসক মঞ্জুর মোর্শেদের (৭০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঞ্জুর মোর্শেদ নগরীর ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোর্শেদ প্রিন্সের বাবা। বুধবার (১১ আগস্ট) রাতের যেকোনও সময় দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ ও সিআইডি।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ডা. মঞ্জুর মোর্শেদ বুধবার রাতে বাসায় একা ছিলেন। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা ঘর থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করেন। কোনও উত্তর না পাওয়ায় তার ঘরের পিছনের গ্রিল কাটা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।

ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, খবর পেয়ে নগরীর এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘরে ঢুকে মঞ্জুর মোর্শেদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।

সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। তবে তার বাসায় চুরি কিংবা ডাকাতির কোনও লক্ষণ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মঞ্জুর মোর্শেদের বাসার কোনও মালামাল চুরি বা লুট না হওয়ায় ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

পুলিশ আলামত সংগ্রহ করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন
error: Content is protected !!