২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুজো শুরু হয়েছে, নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন-পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলার পুলিশ সুপার আবদুল মান্নান বলেছেন, পুজো শুরু হয়েছে, আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি।

আপনাদের মাঝে বলতে এসেছি, আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য আইনশৃংখলা বাহিনী সজাগ রয়েছে। আইনশৃংখলা বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা পাবেন।

আমরা আপনাদের পাশে আছি। রবিবার (২অক্টোবর) রাতে লাকসাম পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, এবার পুজোয় আইনশৃংখলা পরিস্থিতি ভালো। প্রতিটি মন্দিরে পুলিশ, আনসার সদস্য দেয়া হয়েছে।

এছাড়াও সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন অক্ষয় ও অটুট থাকুক এই কামনায় জেলা পুলিশ লাকসামে সনাতন ধর্মালম্বীদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছে।

পুলিশ সুপার পৌরশহরের কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন শেষে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে পূজা কমিটির সাথে কথা বলে বিভিন্ন নির্দেশনা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মুহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী, লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইঁয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, পৌরসভার আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসসহ পূজা কমিটির নেতৃবৃন্দ।

আরো দেখুন
error: Content is protected !!