১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়াই উন্মুক্ত পোল্যান্ড সীমান্ত

অনলাইন ডেস্ক।।
পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে পোল্যান্ডের বাংলাদেশের দূতাবাস। 

এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা পোলিশ সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে পোল্যান্ডে ঢুকতে পারবেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পোল্যান্ডের বাংলাদেশের দূতাবাস।

ইউক্রেনে কোনো বাংলাদেশের দূতাবাস না থাকায় পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসই সেখানকার কার্যক্রম পরিচালনা করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, যাদের পাসপোর্ট নেই, তারাও ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন।

সেক্ষেত্রে ঢোকার সময় প্রত্যেক বাংলাদেশিকে দুইকপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সাথে রাখতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দূতাবাস আরও জানায়, ওয়ারশ থেকে বাংলাদেশ দূতাবাসের একটি দল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের দিকে রওনা হবে।

ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহায়তা করবেন বলে জানানো হয়।

আরো দেখুন
error: Content is protected !!