২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ির মুরগীর খোপে সুন্দরবনের অজগর সাপ

নিউজ ডেস্ক।।
মোংলায় হাঁস-মুরগির খোপ থেকে ১৫ ফুট লম্বা সুন্দরবনের অজগর উদ্ধার করেছেন বনবিভাগ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের খরমাকাটাখালি গ্রামের মোঃ রুহুল আমিনের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

ধারনা করা হচ্ছে খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে সাপটি। রুহুল আমিন বলেন, সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি একটি অজগর খোপের মধ্যে রয়েছে।

ভয়ে দূরে সরে গিয়ে বনবিভাগকে খবর দেই। তারা এসে অজগরটি ধরে নিয়ে যায়।’তিনি আরও বলেন, খোপে থাকা দুটি মুরগি ও দুটি হাসও খেয়ে ফেলে এই অজগরটি।

পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান মোক্তাদির জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের খরমা কাটাখালি গ্রামের রুহুল আমিনের বাড়ির মুরগির খোপে অজগর সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দিলে সেখান থেকে সাপটি উদ্ধার করি আমরা।

উদ্ধার হওয়া অজগরটি আমরা সুন্দরবনের গহিনে অবমুক্ত করি। লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১৫ ফুট এবং ওজন প্রায় ২৭ কেজি।

আরো দেখুন
error: Content is protected !!