২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ির আঙিনায় গাঁজাগাছ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি
মেঘনা থানার ওসি আবদুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সুজনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ২০০ গ্রাম গাঁজা ও বাড়ির আঙিনা থেকে দুইটি গাঁজাগাছ উদ্ধার করা হয়।

কুমিল্লার মেঘনায় দুটি গাঁজাগাছ ও গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আদালতের মাধ্যমে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সুজন মিয়ার বাড়ি মেঘনা উপজেলার গোবিন্দপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, তিনি মাদক কারবারি।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সুজনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ২০০ গ্রাম গাঁজা ও বাড়ির আঙিনা থেকে দুইটি গাঁজাগাছ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি মাদক কারবারি। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!