৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ির আঙিনায় ১৩ ফুট উচ্চতার গাঁজার গাছ, কবিরাজ গ্রেফতার

👁️নিউজ ডেস্ক ✒️
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিশাল আকৃতির দুটি গাঁজার গাছসহ মোজাম্মেল (৩৫) নামের এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের ব্রহ্মপুর ফকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ফকিরপাড়ার লখর কবিরাজের ছেলে।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জয়নগর ইউনিয়নের ফকিরপাড়ায় রাত ১০টার দিকে কবিরাজ মোজাম্মেলের বাড়িতে অভিযান পরিচালিত হয়। এসময় তার বাড়ির আঙিনা থেকে ১৩ ফুট ও ১১ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

ওসি হাসমত আলী জানান, এর আগেও ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন মোজাম্মেল। মূলত কবিরাজ, তন্ত্রমন্ত্র ও মাদক কারবারি হওয়ার কারণে এলাকার সাধারণ মানুষেরা তার বাড়িতে যাতায়াত করতেন না। এছাড়া তিনি জাদু-টোনার ভয় দেখিয়ে তার বাড়ির আশপাশে ঘেঁষতে দিতেন না। এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির আঙিনায় গাঁজার গাছ রোপণ করেন।

মোজাম্মেল কবিরাজের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো দেখুন
error: Content is protected !!