৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ি থেকে বান্ধবির সাথে ছবি তুলতে বের হয়ে নিখোজের ২৬দিন পর দুই কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার

নিউজ ডেস্ক।।
দিনাজপুরের হিলি থেকে নিখোঁজের ২৬ দিন পর ঢাকা থেকে দুইজন সনাতন ধর্মাবলম্বী কিশোরীকে উদ্ধার করেছেন থানা পুলিশ।

উদ্ধারকৃত দুইজন কিশোরী হিলির গোহারা গ্রামের পরিমল রায়ের মেয়ে সুপ্রিতি রায় (১৫) ও হিলির সিংড়াপাড়ার আশুতোষ রায়ের মেয়ে প্রিয়া সরকার (১৬)।

ঢাকার পল্লবী এলাকা থেকে হাকিমপুর (হিলি) থানা পুলিশ তাদের উদ্ধার করেন। রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮ টায় বিয়ষটি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, গত ১৬ আগস্ট বিকালে উপজেলার গোহারা গ্রামের সুপ্রিতি রায় (১৫) এবং সিংড়াগ্রামের প্রিয়া সরকার (১৬) নিজ বাড়ী থেকে বের হয়ে একত্রে মিলিত হয়। তারা এক সাথে ছবি তোলার উদ্দেশ্যে হিলি বাজারের দিকে রওনা দেয়।

পরে সেখান থেকে তারা দুই জনেই নিখোঁজ হয়। নিখোঁজের পর দুই জনের অবিভাবক ও তাদের আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল স্থানে খোঁজা-খুঁজি করে। উভয়কে খুঁজে না পাওয়ায় ১৮ আগস্ট ভিকটিমদের অবিভাবক থানায় এসে তাদের মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়ে সাধারন ডায়রীর করেন।

পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে একাধিক বার অভিযান পরিচালনা করা হয়। পরে রবিবার ১২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় হাকিমপুর থানার অফিসার সহ সঙ্গী ফোর্স অভিযান চালিয়ে ঢাকার পল্লবী এলাকা থেকে তাদের উদ্ধার করেন। উদ্ধারকৃত ভিকটিমের অবিভাবকদের থানায় ডেকে তাদের জিম্মায় দেওয়া হবে।

আরো দেখুন
error: Content is protected !!