বুড়িচং আনন্দপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠান
গাজী জাহাঙ্গীর আলম জাবির।।
বুড়িচং প্রতিনিধি।।
- ” প্রশিক্ষণ নিয়ে দেশ বা বিদেশ যেখানেই যায় বেতন বেশি পায়”- এড.আবুল হাসেম খান এমপি
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন আনন্দপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ২৮মে(শনিবার) সকাল ১০টায় ইন্জিনিয়ার মোঃ জহিরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি। বিশেষ অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, ২ নং বাকশীমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম। স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাজী মোঃ ইসহাক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবুল হাসেম খান এমপি বলেন, দেশের শিক্ষিত স্বল্প শিক্ষিত বেকার-যুবতীরা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে দেশে বা বিদেশে সেখানেই যায় ভাল বেতনে চাকরি পায়।
বর্তমান সরকার দেশের বৃহৎ জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে দেশব্যাপী সরকারি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছে এবং প্রশিক্ষণ প্রদান করছে।
আমি আশা করি, আনন্দপুর টেকনিক্যাল ইনস্টিটিউট মান সম্পন্ন কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি ঘরে তুলবে এবং দেশ ও জাতি উন্নয়নে অবদান রাখবে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, আনন্দপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ড. মোঃ মাহবুব উল আলম। অধ্যাপক মোঃ সারওয়ার আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম,অধ্যক্ষ মোঃ আলী চৌধুরী মানিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, ইন্জিনিয়ার মোঃ বাছির খান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান লিটন, আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন, স্থানীয় আওয়ামী নেতা শহীদুল ইসলাম, সমাজ সেবক জসিম উদ্দিন ও মোঃ লিটন রেজা মেম্বার।