২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে ভাসছিলেন ২৬৪ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক
ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মিসরের তিন নাগরিককে।

গতকাল বৃহস্পতিবার ভোরে ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি, মিসরীয়সহ মোট ২৬৭ জনকে উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেরবার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিউনিসিয়া থেকে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মোঙ্গি স্লিম আজ শুক্রবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান।

গতকাল বৃহস্পতিবার ভোরে ভূমধ্যসাগর থেকে ২৬৭ জনকে উদ্ধার করা হয়

গতকাল বৃহস্পতিবার ভোরে ভূমধ্যসাগর থেকে ২৬৭ জনকে উদ্ধার করা হয়ছবি: এএফপি
মোঙ্গি স্লিম জানান, উদ্ধার হওয়া বাংলাদেশি ও মিসরীয়রা লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালির পথে রওনা হয়েছিলেন। ভূমধ্যসাগরে তাঁদের ভাসমান অবস্থায় পাওয়া যায়। জেরবার হোটেলে কোয়ারেন্টিন শেষে উদ্ধার হওয়া ব্যক্তিদের কোথায় নেওয়া হবে, তা এখনো ঠিক হয়নি বলে জানান মোঙ্গি স্লিম।

তিউনেসিয়ার কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি। ৩ জন মিসরীয়। তাঁরা নৌকায় করে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁদের বহন করা নৌকা সাগরে ভেঙে যায়। তখন তাঁরা সাগরে ভাসছিলেন। সে অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা ভূমধ্যসাগর হয়ে ইতালির পথে রওনা হয়েছিলেন

আরো দেখুন
error: Content is protected !!