৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫ জন

সিলেট নগরীর তালতলাস্থ রহমানিয়া আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩ পুরুষ ও ২ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে ওই আবাসিক হোটেলের ৫ম তলার বিভিন্ন কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা ৩ পুরুষ হলেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মো. কবির আহমদ (৩৩), দক্ষিণ সুনামগঞ্জ থানার আফাজ মিয়া (২৮) ও কিশোরগঞ্জ জেলার সদর থানার রুবেল আহমদ (২৬)।

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আশরাফ উল্ল্যাহ কায়েস জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার (১৩ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!