২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজ ডেস্ক
আইসিসির পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালে ২০টি দলকে চারটি আলাদা গ্রুপে ভাগ করে আসর সাজানো হবে। ক্রিকেটকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলতে আরও বেশি দলকে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সুযোগ দেয়ার পরিকল্পনা সবসময়ই ছিল আইসিসির। আগামী তিন বছরের মধ্যে পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চান তারা।

বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ২০টি করার চিন্তা করছে আইসিসি। ২০২৪ সালের বিশ্বকাপ থেকে এই পরিকল্পনা বাস্তবায়নের আশা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে ভারতে। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী ১৬টি দলই খেলবে। একই সংখ্যক দল থাকছে সামনের বছরের অস্ট্রেলিয়া আসরেও।

আইসিসির পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালে ২০টি দলকে চারটি আলাদা গ্রুপে ভাগ করে আসর সাজানো হবে। ক্রিকেটকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলতে আরও বেশি দলকে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সুযোগ দেয়ার পরিকল্পনা সবসময়ই ছিল আইসিসির। আগামী তিন বছরের মধ্যে পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চান তারা।

টি-টোয়েন্টি ভার্সনেরি শুধু নয় ৫০ ওভারের ভার্সনেও ১৪ দলের বিশ্বকাপ ফিরিয়ে আনতে চায় আইসিসি। সামনের ওয়ানডে বিশ্বকাপেই দেখা যেতে পারে ১৪টি দলকে। একপেশে ম্যাচের সংখ্যা কমানোর জন্য ব্রডকাস্টারদের অনুরোধে ২০১৯ সালের বিশ্বকাপে আইসিসি মাত্র ১০টি দলকে বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ দেয়।

এর আগে ১৯৯৬ ও ১৯৯৯ বিশ্বকাপে ১২টি দল অংশ নেয়। ২০০৩, ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে অংশ নেয় ১৪টি দল। ২০০৭ বিশ্বকাপ ক্রিকেট খেলেছিল ১৬টি দল।

নতুন পরিকল্পনা অনুযায়ী ব্রডকাস্টারদের অর্থের স্বল্পমেয়াদী মুনাফার বদলে ক্রিকেটের বৈশ্বিক বিকাশের দিকে মনোযোগ দিচ্ছে আইসিসি। বিশেষ করে বিশ্ব ক্রিকেটে বিগ থ্রির প্রভাব কমার পর অন্যান্য দেশগুলোর দাবির দিকেও মনোযোগ দিচ্ছেন সংস্থাটি।

আইসিসির প্রধান নির্বাহী কমিটির সভায় বিশ্বকাপে দলসংখ্যা বৃদ্ধির পরিকল্পনাটিকে ইতিবাচক ভাবেই নেয়া হয়। তবে, এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি এখনও।

আরো দেখুন
error: Content is protected !!