২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাসানচরে রোহিঙ্গাদের প্রথম ঈদ

জেলা প্রতিনিধি
নোয়াখালীর ভাসানচরে এই প্রথম ঈদুল ফিতর উদযাপন করছেন রোহিঙ্গারা। উৎসবমুখর পরিবেশে শুক্রবার (১৪ মে) ঈদের জামাতে অংশ নেন তারা। দুটি জামাতে প্রায় সাড়ে চার হাজার রোহিঙ্গা ঈদের নামাজ আদায় করেন।

১ নম্বর ওয়্যার হাউজে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৭টায় প্রথম ও সাড়ে ৮টার দিকে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে রোহিঙ্গাদের সঙ্গে পিডি ভাসানচর ও ভাসানচরের কর্মকর্তারা অংশ নেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তৃতীয় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রথম ও দ্বিতীয় জামাতেই ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন হয়ে যায়।

ওসি বলেন, ঈদের জামাত বিটিভি ও সময় টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। শান্তিপূর্ণভাবে জামাত অনুষ্ঠিত হয়। সেখানে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়নি।

বর্তমানে ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে ১৮ হাজার ৪১৬ জন রোহিঙ্গা বসবাস করছেন।

আরো দেখুন
error: Content is protected !!