কুমিল্লা ইপিজেডে করোনা মহামারির সময়ে সর্বোচ্চ রপ্তানি বেড়েছে
কুমিল্লা প্রতিনিধি।।
করোনা মহামারির সময়ে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত প্রতিষ্ঠানগুলো চালু রাখা, বেশ কয়েকটি শিফটে কাজ করা, শ্রমিক-কর্মকর্তাদের কেউ অসুস্থ হলে ১৪ দিনের কোয়ারেন্টিনের ব্যবস্থা করা এবং চাপে থাকলেও পণ্য উৎপাদন অব্যাহত রাখার কারণে কুমিল্লা ইপিজেডে রপ্তানি বেড়েছে।
গত ২০২০-২০২১ অর্থবছর এবং ২০২১-২০২২ অর্থবছরে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (সিইপিজেড) থেকে রপ্তানি হয়েছে ৭৫১ দশমিক ৭ মিলিয়ন ডলারের পণ্য।
এর মধ্যে গত ২০২০-২০২১ অর্থবছরে ৫৬৫ দশমিক ৮৫ মিলিয়ন ডলার ও ২০২১-২২ অর্থবছরের ৩ মাসে রপ্তানি হয় ১৮৫ দশমিক ২ মিলিয়ন ডলার রপ্তানি হয়েছে।
২০১৮-১৯ অর্থবছরে ৩১ দশমিক ৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করে কুমিল্লা ইপিজেডের প্রতিষ্ঠানগুলো। আর রপ্তানি হয় প্রায় ৪৯১ মিলিয়ন ডলার।