২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার প্রবেশ পথ বন্ধ; বিশ্বরোডে কঠোর অবস্থনে প্রশাসন

👁️মহানগর ডেস্ক ✒️
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কঠোর অবস্থনে প্রশাসন। সকাল থেকেই পদুয়ার বাজার বিশ্বরোডে চেক পোস্ট বসিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।

শুক্রবার ( ২৩ জুলাই) সকাল ৭ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কয়েকটি চেক পোস্ট বসিয়ে অভিযান চলছে। শুরুতে কয়েকটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করেছে। যারা বিনা কারণে বের হয়েছে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এখন পর্যন্ত কোন জরিমানা আদায় করতে দেখা যায়নি।উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন, কঠোর বিধিনিষেধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকাল ৬ টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে। এছাড়া শহরে প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে। কোন গণপরিবহন চলতে দেয়া হচ্ছে না। জরুরী প্রয়োজনে যারা বের হয়েছে তাদের মাস্ক বিতরণ করা হচ্ছে।কুমিল্লা জেলা প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতবারের থেকেও কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা প্রশাসন । কঠোর বিধিনিষেধ বাস্তাবয়নে কুমিল্লা জুড়ে ৪০ জন ম্যাজেস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে।

লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনী মাঠে আছে। কুমিল্লা নগরীতে ৬ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চলছে। এছাড়া ১৭ টি উপজেলার প্রতিটিতে ইউএনও, এসি ল্যান্ড এর নেতৃত্বে ৩৪টি মোবাইল কোর্ট টিম কাজ করছে।

উল্লেখ্য পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয়ে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত চলবে এই বিধিনিষেধ। 

আরো দেখুন
error: Content is protected !!