৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন চালক, খাদে গেল বাস

অনলাইন ডেস্ক।।
টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নেয়া হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোরে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।

জানা গেছে, নিহতের নাম ছায়েদ আলী খান (৬০)। তিনি নওগাঁর পোরশা উপ‌জেলার কোচপুর গ্রা‌মের মৃত নূর মোহাম্ম‌দের ছে‌লে।

এ ঘটনায় নিহতের ভাতিজা ও বাস যাত্রী আমিনুল ইসলাম জানিয়েছেন, চাচাসহ তিনজন নওগাঁ থেকে ঢাকা যাওয়ার জন্য রাতে রওনা দেই। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর মহাসড়ক দিয়ে না যেয়ে ভুঞাপুর হ‌য়ে ঢাকা যাচ্ছিলো।

চালককে ঠিকঠাকমত গাড়ি চালানোর জন্য বারবার সতর্ক করা হয়েছিল। পরে সড়কের মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায় বাসটি।

দুর্ঘটনার শিকার বাসের যাত্রীরা জানিয়েছেন, চালক ঘুমন্ত অবস্থায় বাস চালাচ্ছিলেন। তাকে বারবার সতর্ক করার পরও এ দুর্ঘটনা ঘটলো। বাস খাদে পড়ার পর চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়েছে।

টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিসের উপসহকা‌রী প‌রিচালক মো. আলাউ‌দ্দিন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়কের মোড় ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদের পানিতে পড়ে যায়।

আরো দেখুন
error: Content is protected !!