কুমিল্লায় প্রাইভেটকারে অতিরিক্ত টায়ারের ভিতরে ১৬,০০০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
মহানগর ডেস্ক।।
অভিনব কায়দায় ইয়াবা পরিবহন কালে ১৬,০০০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
Rab-11,সিপিসি-২ কুমিল্লা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লার জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা থেকে অভিনব কায়দায় প্রাইভেটকারের টায়ারের ভিতরে ইয়াবা পরিবহনের সময় ১৬,০০০ (ষোল হাজার) পিস ইয়াবা সহ মোঃ আলী(২৬) ও মোঃ নজিব উল্লাহ (২৫) নামের ২জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার। ০১টি প্রাইভেট কার জব্দ।র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানাধীন কাশিমপুর এলাকা থেকে অভিনব কায়দায় প্রাইভেটকারের স্পেয়ার টায়ারের ভিতর করে ১৬,০০০ পিস ইয়াবা পরিবহনকালে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ০১টি প্রাইভেটকার জব্দ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩১ অক্টোবর ২০২১ ইং তারিখ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানার কাশিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে অভিনব কায়দায় প্রাইভেটকারের স্পেয়ার টায়ারের ভিতর করে ইয়াবা পরিবহন করার সময় ১৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৬০ গ্রাম
ভাঙ্গা ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো মোঃ হোসেন আহম্মেদ (২৮), পিতা- আব্দুল গফুর, মাতা- হালিমা বেগম, সাং- ডেইল পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার এবং মোঃ নজু মোল্লা (২৫), পিতা- নুর আহম্মদ, মাতা- হাসিনা বেগম, সাং- জাদিমুড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা উভয়ই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উল্লেখ্য যে, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।