২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা মুরাদনগরে অগ্নিকান্ডে একটি বসতঘর ভষ্মিভূত।

মনির খাঁন
মুরাদনগর উপজেলা প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগরে অগ্নিকান্ডে একটি বসতঘর সম্পূর্ন ভষ্মিভূত হয়ে গেছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়নে কিসমত রহিমপুর গ্রামে মমিনসার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ০৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী পরিবার জানায়।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কিসমত রহিমপুর গ্রামের মৃত. গোলাম মোস্তফা ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিনের বসত ঘরে আগুনের সুত্রপাত ঘটে। স্হানীয়রা মুরাদনগর ফায়ার সার্ভিসকে ফোন করলে ফায়ার সার্ভিস এসেই আগুন নিয়ন্ত্রনে আনে।

এসময় মোঃ গিয়াস উদ্দিনের ঘরে থাকা ২ ড্রাম চাউল, নগদ ৩০হাজার টাকা,১টি মোবাইল সেট,১টি ফ্রিজ এবং ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। গিয়াস উদ্দিনের ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ভষ্মিভূত হয়ে যায়।

এ ঘটনায় আশে পাশের বাড়ির লোকজন হঠাৎ দেখে ঘরের চারদিকে আগুন। পরে ফায়ার সার্ভিস স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়।

গিয়াস উদ্দিন বলেন, আমার সব শেষ ঘরে থাকা নগদ অর্থ, সকল আসবাবপত্র সব শেষ। কেহ ষরযন্ত্র করে ঘরে আগুন লাগাতে পারে। আমি এ ঘটনার একটি সুষ্ঠ তদন্ত করতে প্রশাসনের নিকট জোর দাবী জানাই।

মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল হুদা বলেন, আমরা ঘটনাস্থলে পৌছার সাথে সাথে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনি। এসময় একটি বসত ঘর পুরে যায়। আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে খতিয়ে দেখা হচ্ছে।

আরো দেখুন
error: Content is protected !!