কুমিল্লায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার; প্রাইভেটকার জব্দ
নিজস্ব প্রতিবেদক।।
র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালি থানা এলাকা থেকে ৩০১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ।
শুক্রবার (০৪ মার্চ) সকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে প্রাইভেট কারে ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৩০১ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার দক্ষিন নবগ্রাম গ্রামের সায়েদ আলী মিয়ার এর ছেলে মোঃ ফয়সাল রাজিব (৩০) এবং ডিএমপি ঢাকার খিলক্ষেত থানার পূর্বাচল ৩০০ফিট তলনা গ্রামের মৃত ইউসুফ আলী এর ছেলে সৈয়দ মোঃ পান্না (৩০)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ এই অভিনব কৌশলে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।