রানওয়েতে বন্যার পানি, সিলেট বিমানবন্দর বন্ধ ঘোষণা
নিউজ ডেস্ক।।
রানওয়েতে পানি ওঠায়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমকে কর্মকর্তারা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিদিনের মতোই ফ্লাইট ওঠানামা করছিলো।
কিন্তু, আন্তর্জাতিক রানওয়ের কাছে বন্যার পানি চলে আসায়, আর উড়োজাহাজ উড্ডয়ন বা অবতরণ করা সম্ভব হচ্ছে না। তাই, সতর্কতা হিসেবে, আগামী তিন দিন উড়োজাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।