দুই আইসক্রিম কারখানায় পৌনে ২ লাখ টাকা জরিমানা গুনলো
নিউজ ডেস্ক।।
সিলেটে দুটি আইসক্রিম কারখানাসহ তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর অনন্তপুর তেমুখী পয়েন্ট, কুমারগাঁও ও টুকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদফতরের সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়া।
শ্যামল পুরকায়স্থ বলেন, সিলেট মহানগরের অনন্তপুর তেমুখী পয়েন্ট এলাকায় ফেমাস আইসবার কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আইসক্রিম তৈরিতে অনুমোদনহীন ফেব্রিকস ডাই, স্যাকারিন, তারিখ ও লেবেলবিহীন ফ্লেভার ব্যবহার করছিল এ কারখানা।
একই অপরাধে নগরের কুমারগাঁও এলাকায় নাজমুল আইসবার কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া টুকেরবাজারে হাজী কুটি মিয়া মডেল ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য জরিমানা করা হয় ১০ হাজার টাকা।