[gtranslate]
৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বান্ধবীর বাসায় ‘আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক।।
ঢাকা থেকে সিলেটে বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়া তরুণীকে ৩ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বান্ধবী, তার স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন জুবায়ের হোসেন, তার স্ত্রী জুলেখা আক্তার জুলি ও জয়নাল মিয়া।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের এসব নিশ্চিত করেছেন।

সিলেটের জালালাবাদ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার তাদের গ্র্রেপ্তার করা হয়।

ওই তরুণী উত্তরার আজমপুরে থাকেন। গত ১৯ আগস্ট তিনি সিলেট সদর উপজেলার নাজিরগাওয়ে জুলির বাসায় বেড়াতে আসেন। জুলি তার বান্ধবী। তার বাড়িতেই আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করা হয় তিন দিন ধরে।

এসএমপি কর্মকর্তা আশরাফ উল্যাহ এজাহারের বরাতে জানান, ৭ জন ওই তরুণীকে ধর্ষণ করেন। এতে সহায়তা করেন জুলি। ওই তরুণী গত ২২ আগস্ট মুক্তি পেয়ে ঢাকায় বাড়িতে ফেরত আসেন।

এর পর আজিমপুর থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের কপি জালালাবাদ থানায় পাঠানো হলে সেখানে তা মামলা হিসেবে রেকর্ড হয়।

এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে মঙ্গলবারই কারাগারে পাঠানো হয়। আর শারীরিক পরীক্ষার জন্য ওই তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরো দেখুন
error: Content is protected !!