২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবি- “জুবায়ের জুবিলীর” কবিতা

আলো খোঁজি
==========
জুবায়ের জুবিলী

সবাই তখন ঘুমে বিভোর,
চাঁদটি হঠাৎ মেঘের নীচে ডুবে গেলো,
নিকষ আধার নেমে এলো ধরায়,
আমি আলো খোঁজি আলো কই…
আমি আলো খোঁজি আলো কই।

আলোর খোঁজে বিলাপ করি সারা রাত,
নেকড়ের দল-
রক্তাক্ত করেছে আমাদের লক্ষকোটি হৃদয়,
অস্থির কাটে বিনিদ্র প্রহর,
আলো আমাদের হারিয়ে গেছে-
ঐ দুর আকাশ সীমায়,
আমি আলো খোঁজি আলো কই
আমি আলো খোঁজি আলো কই।

তারা ছিল অমানুষের দল,
শ্বাপদ সম ভীষণ নিঠুর,
পুরো পরিবার নিশ্চিহ্ন করে-
একরাতে বানিয়েছে রক্তের পুকুর,
কেঁদে কেঁদে চোখ ভাসে,
বুক ফাটে আর্তনাদে,
মনে একটা প্রশ্নজাগে-
আমরা কি কাপুরষ?

নিয়ে বিশাল ট্যাংকের বহর,
তারা আমার –
জাতির পিতাকে হত্যা করেছে,
তারা আমার বঙ্গবন্ধুকে হত্যা করেছে,
তারা আমার-বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা কে হত্যা করেছে,
বুক ঝাঝড়া করা আঠারোটি গুলি-
আহা কিযে কষ্ট ; আমি চিৎকার করি,
হৃদয় আসমান ফাটে…জমিন চৌচির,
বীণায় বাজে কষ্টের লহর,
আমি আলো খোঁজি আলো কই,
আমি আলো খোঁজি আলো কই।

কোটি জনতার আশির্বাদে ভালোবাসায়-
আমরা জানি তুমি স্বর্গে আছো,
ঘুমাও হে পিতা-
স্বর্গে শান্তিতে ঘুমাও…
যদি পারো আমাদের ক্ষমা করে দিও।

আরো দেখুন
error: Content is protected !!