[gtranslate]
৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লায় ষোলোটি গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি আব্দুল মালেককে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আবুল কায়েস আকন্দ।

গ্রেফতার আব্দুল মালেক (৩৭) চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়ন এলাকার ‘কোয়ালিটি ব্রিকস’ নামে ইটভাটার মালিক। তিনি চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই এলাকার মৃত আবদুল লতিফের ছেলে।

গ্রেফতারের বিষয়ে আবুল কায়েস আকন্দ বলেন, ‘এই আসামির বিরুদ্ধে চারটি সাজা পরোয়ানাসহ মোট ষোলোটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর আগেও তাকে ধরতে আমরা অভিযান চালিয়েছি।

সর্বশেষ বুধবার রাত ১১টায় চৌদ্দগ্রামের নালগড় রাস্তায় মোটরসাইকেল যোগে পালানোর সময় তাকে গ্রেফতার করি। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

আরো দেখুন
error: Content is protected !!