[gtranslate]
২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিছ ইয়াবাসহ নারী মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত ৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১ নারী মাদককারবারী কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা গেছে, এসআই আল হাদি রবিন সঙ্গীয় ফোর্সসহ ৭ সেপ্টেম্বর বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় শশীদল ইউনিয়নের তেতাভূমি গ্রামের রেল লাইনের পূর্ব পাশে (ব্রাহ্মণপাড়া – হরিমঙ্গল) গামী পাকা রাস্তার উপর হইতে মনুয়ারা বেগম(৫০) কে গ্রেফতার করে।

পুলিশ তার দখল হইতে ৬০০ পিছ ট্যাবলেট উদ্ধার করে। মনুয়ারা বেগম ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার স্ত্রী। পুলিশ তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা স্বীকার করে বলেন, ” আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!