১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় মেছোবাঘ ও শিয়াল উদ্ধার রাজেশপুর বনাঞ্চলে অ’বমুক্ত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকা থেকে একটি মেছোবাঘ ও লালমাই উপজেলার বরল এলাকা থেকে একটি শিয়াল আটক করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে ও সকালে পৃথক সময়ে উদ্ধারের পর সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সার্বিক তত্ত্বাবধানে মেছোবাঘ ও শিয়ালটিকে সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

সদর দক্ষিণ উপজেলার চিকুটিয়া গ্রামের বশির আহমেদ জানান, তার মুরগির খামারে প্রায়ই হামলা করতো ওই মেছো বাঘটি। বুধবার রাতভর পাহারা বসিয়ে মেছো বাঘটি বৃহস্পতিবার ভোরে আটক করেন তিনি।

পরে সকাল ১০টার দিকে খবর পেয়ে গ্রামপুলিশ পাঠিয়ে এটিকে উদ্ধার করে আনেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

তিনি জানান, মেছো বাঘটিকে উদ্ধারের পর প্রথমেই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

অপরদিকে একই দিন সকালে লালমাই উপজেলার বরল এলাকা থেকে স্থানীয়রা একটি পূর্ণবয়স্ক শিয়াল আটক করেন।

পরে তা উপজেলা বন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া মেছো বাঘ ও শিয়ালটিকে এদিন বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর বন বিটের বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

এ সময় রাজেশ পুর বন বিটের বিট অফিসার রফিকুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা বন কর্মকর্তা ফজলে রাব্বীসহ বন বিভাগের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরো দেখুন
error: Content is protected !!