২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কেটে যাক কালো মেঘ- সাথে সব দ্বিধা দ্বন্দ্ব

এমনও নিঝুম রাত-
সাথে বৃষ্টির ছন্দ.!
কেটে যাক কালো মেঘ-
সাথে সব দ্বিধা দ্বন্দ্ব.!

ধুয়ে যাক যত সব-
মনের কালিমা দাগ.!
ঘুচে যাক বিদ্বেষ যত-
মিটে যাক সকল রাগ.!

ফিরে আসুক স্বচ্চতা-
ছেড়ে সকল নগ্নতা.!
ফিরে পাক সরল পথ-
যে পথেই সফলতা.!

আরো দেখুন
error: Content is protected !!