সোমবার থেকে লক্ষ্মীপুর-নোয়াখালীতে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে কাজ চলায় লক্ষ্মীপুর ও নোয়াখালীতে আগামী ২৪ ঘণ্টা পাইপ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পাইপলাইনের কাজ চলায় ১৯ জুন সোমবার সকাল ৮টা থেকে পরদিন ২০ জুন মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পাইপ লাইনে গ্যাস থাকবে না।
১৮ জুন রোববার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
এতে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নতিকরণ প্রকল্পের বিজিডিসিএল এর পাইপলাইন ও ডিআরএস স্থানান্তর কাজের অংশ হিসেবে পিটিআই থেকে বিজিডিসিএল আঞ্চলিক কার্যালয় পর্যন্ত ১০ বার চাপের নতুন পাইপলাইন স্থাপন করা হয়েছে এবং পিটিআই সম্মুখস্থ ডিআরএস বিজিডিসিএল এর কার্যালয় অভ্যন্তরে সাময়িকভাবে স্থাপন করা হয়েছে।
নবনির্মিত গ্যাস পাইপ লাইনের হুক-আপ কমিশনিং কাজ আগামী ১৯ জুন সোমবার সকাল ৮টা থেকে পরদিন ২০ জুন মঙ্গলবার সকাল ৮টার মধ্যে শেষ করা হবে ৷
এসময় নোয়াখালী জেলা সদর উপজেলা,বেগমগঞ্জ চৌরাস্তা, মিরওয়ারিশপুর, বজরা, সোনাইমুড়ী, চাটখিল উপজেলা এবং লক্ষ্মীপুর জেলার সব স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য বিজিডিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।