২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক।।
কুমিল্লার লাকসামে রবিবার (১৩ আগস্ট) ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত ওই বৃদ্ধের নাম মফিজুর রহমান (৭০)। তিনি লাকসামের আজগরা ইউনিয়নের আমদুয়ার গ্রামের দীঘিরপাড় এলাকার মৃত মোখলেছুর রহমান ছেলে।

ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম উপজেলার নাওটি সেকশনে এই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও লাকসাম রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি নাওটি স্টেশন পার হয়ে কিছুদূর গেলে হঠাৎ ওই বৃদ্ধ রেললাইন ওপর থাকা একটি ছাগল তাড়াতে যায়।

এ সময় ওই বৃদ্ধ ট্রেনের ধাক্কায় ছিটকে পুনরায় ট্রেনের চাকার নিচে চলে যায় এবং ঘটনাস্থলে মারা যান। ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের হাত, পা, মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়।

সংবাদ পেয়ে লাকসাম রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

একাধিক সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহত মফিজুর রহমান দীর্ঘদিন বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিক (টিএলআর) হিসেবে কর্মরত ছিলেন। এক সময় তাঁর ব্রেনস্ট্রোক হওয়ার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

এ ব্যাপারে লাকসাম রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ আলম মুঠোফোনে দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!