৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট কুমিল্লা দেবিদ্বারের সিয়াম নামে এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন কুমিল্লার দেবীদ্বারের সিয়াম (২২)।

শনিবার (৫ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় মারা যান তিনি। সিয়াম উপজেলার ওয়াহেদপুর গ্রামের বরবাড়ির মো. আসুম উদ্দিনের ছেলে।

নিহতের চাচা জসিম মিয়া জানান, ২০২৩ সালের জুলাই মাসে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা ধারদেনা করে সৌদি আরব যান সিয়াম।

সেখানে রিয়াদের একটি মাদরাসার ড্রাইভার হিসেবে কাজে গেলেও ইলেকট্রিশিয়ানের কাজ করতেন তিনি। শনিবার পানির মোটরের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়। 

তিনি আরো জানান, সিয়াম পরিবারের বড় সন্তান, সংসারের হাল ধরতেই প্রবাসে পাড়ি জমান তিনি। সিয়ামের বাবা আসুম উদ্দিন ১৮ বছর সৌদি আরবে প্রবাসী জীবন শেষ করে জুন মাসে অসুস্থ হয়ে দেশে ফেরেন।

সিয়ামের বাবা তার প্রবাসজীবনে কিছুই করতে পারেননি। উল্টো অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। 

তিনি জানান, ছেলে প্রবাসে যাওয়ায় তিনি দেশে ফিরে আসেন। সিয়াম তার পরিবারের হাল ধরেন, তার আয়-রোজগার দিয়েই চলত পরিবার।

তার মৃত্যুতে আমরা সবাই আজ বাকরুদ্ধ। দুই ভাই এক বোনের মধ্যে সিয়াম ছিল সবার বড়। ছোট ভাই সিফাত (১১) এবং ছোট বোন হাবিবা (৮)। 

তিনি জানান, সিয়ামের ঋণের দুই লাখ ৫০ হাজার টাকা এখনো শোধ করতে পারেনি। একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে অনিশ্চিত অন্ধকারে গোটা পরিবার।

আরো দেখুন
error: Content is protected !!