২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মো: মেহেদী হাসান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। নিহত মেহেদী হাসান চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার পশ্চিম ইছাখালী গ্রামের আব্দুল হাই এর ছেলে।

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মেহেদী হাসান উপজেলার ঘোলপাশা ইউনিয়নের উত্তর নোয়াপাড়া এলাকায় জনৈক বাবলু মিয়ার ভাড়া বাসায় দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি কক্ষে বসবাস করতেন। মঙ্গলবার সন্ধ্যায় মেহেদী হাসান দৈনন্দিন কাজ সেরে বাসায় ফিরেন।

এরপর ওই বাসার সকলের অগোচরে নিজ কক্ষের জানালার গ্রিলের সাথে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। বিষয়টি বুঝতে পেরে আশেপাশের লোকজন ঘটনাটি পুলিশকে জানায়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: নাজিম উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: নাজিম উদ্দিন ভূঁইয়া জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!