২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নষ্ট মানুষ –“জুবায়ের জুবিলী”

নষ্ট মানুষ

“জুবায়ের জুবিলী”


তুমি পোশাকে পরিপাটি,
তোমার হৃদয়টা নিকষ আঁধার,
তুমি কথা বলো তীক্ষ্ণ ছুরির মতো,
অথবা যেখানে যেমন-
তুমি বহুরূপী।

তোমার দেহে সিগারেটের গন্ধ,
স্কচ হুইস্কি তোমার রক্তে মিশে আছে,
চোখ দুটি নেশাতুর,
যেন খুবলে খাবে সারা দুনিয়া,
তুমি মাতাল মদ্যপি।

তুমি প্রেমের লুকোচুরি খেলো,
তার শিকার কত অঙ্গনা,
ফুসলে তাদের কাছে টানো,
ধ্বংস করো তার বিশুদ্ধতা,
তুমি খবিশ চরিত্রহীন।

তোমার রূপ ক্ষণে বদলায়,
মিথ্যে বলে কেটে পড়ো,
করো ঘৃণ্য চালাকি; তারপর-
কাপুরুষের মতো পালাও,
তুমি এক নষ্ট মানুষ,
তুমি ধোঁকাবাজ সীমাহীন।

আরো দেখুন
error: Content is protected !!