কুমিল্লায় করোনা শনাক্ত ১৫ জনের। মৃত্যু ০৩
কুমিল্লা প্রতিনিধি
গতকাল ১৩জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ১৫জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ০৩৮জন।আজকের রিপোর্টে তিনজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৫১জনে দাঁড়ালো।
গতকাল ১৩জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৪০৩। সর্বমােট নমুনা প্রেরন: ৭৮,১৯১। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ১৭৬। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৭,৭৫৪। গত ২৪ঘন্টায় শনাক্ত: ১৫।
সিটি- ০৬ আদর্শ সদর- ০৩ সদর দক্ষিণ- ০১ বুড়িচং- ০১ চান্দিনা- ০১ নাঙ্গলকোট- ০১ মনোহরগঞ্জ- ০২
সর্বমােট শনাক্ত: ১৩,০৩৮। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ৮.৫%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৪০। সিটি- ৪০। সর্বমােট সুস্থ: ১০,৯৫৩। গত ২৪ঘন্টায় মৃত: ০৩
এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০৩ উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: সদর দক্ষিণ- ০১ (পুরুষ, ৫০বছর)। নাঙ্গলকোট- ০১ (মহিলা, ৫৩ বছর) সিটি- ০১ (মহিলা, ৭০ বছর)। সর্বমােট মৃত: ৪৫১।