কুমিল্লায় করোনা শনাক্ত ৪৭ জনের।
কুমিল্লা প্রতিনিধি
গতকাল ১৪জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ৪৭জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ০৮৫জন।আজকের রিপোর্টে কোন মৃত্যু দেখানো হয়নি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৫১জনে দাঁড়ালো।
গতকাল ১৪জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৩০৪। সর্বমােট নমুনা প্রেরন: ৭৮,৪৯৫। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ২৯২। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৮,০৪৬। গত ২৪ঘন্টায় শনাক্ত:৪৭
সিটি- ৩১ আদর্শ সদর- ০২ সদর দক্ষিণ- ০১ বুড়িচং- ০২ ব্রাহ্মণপাড়া- ০১ চান্দিনা- ০১ চৌদ্দগ্রাম- ০২ লাকসাম- ০৩ নাঙ্গলকোট- ০৩ বরুড়া- ০১
সর্বমােট শনাক্ত: ১৩,০৮৫। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ১৬.১%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৪০। সিটি- ৩৬। আদর্শ সদর- ০৪। সর্বমােট সুস্থ: ১০,৯৯৩। গত ২৪ঘন্টায় মৃত: ০০।সর্বমােট মৃত: ৪৫১। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: ১২৫। এদের মধ্যে সনাক্ত: ০৪