রাজধানীতে ২৫ মাদক ব্যবসায়ীকে আটক
✒️ মহানগর ডেস্ক
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
শুক্রবার (২৫ জুন) রাতে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার কাঠপট্টি এলাকায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করে র্যাব-২। এ অভিযানে ১১ নারী ও ১৪ পুরুষসহ মোট ২৫ জন মাদক কারবারিকে আটক করা হয়।
এসময় আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পরিক যোগসাজশে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
ভবিষ্যতে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আটকদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।